''বড় হওয়াতেই হার'' পরাজিতদের বললেন তৃণমূল নেত্রী মানুষের পাশে থাকুন, বললেন নেত্রী

বিরোধীদের সমস্ত অপপ্রচার রুখে দিয়ে জয় পেয়েছে দল l বিপুল এই জয়ে প্রমাণিত হয়েছে, এ রাজ্যে কোনও দুর্নীতি নেই l বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় l আর সেই বিপুল জয়ের পরদিন-ই কালীঘটে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেস নেত্রী l সেখানে যেমন ভালো কাজ এবং জয়ের জন্য বিধায়কদের অভিনন্দন জানালেন l তেমন, যাঁরা পরাজিত হয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কিছুটা উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় l

তিনি বলেন, ”যাঁরা হেরেছেন, তাঁরা অনেক বড় হয়ে গিয়েছিলেন l তাই মানুষ তাঁদের প্রত্যাখান করেছে l” অর্থাত, শুক্রবারের দলীয় বৈঠকে নেত্রী স্পষ্ট করে দিয়েছেন, মানুষের জন্যই এই জয় l তাই, মানুষের সঙ্গে থেকে আগামী দিনে কাজ করতে হবে l সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবেই সব করতে হবে বলেই দলীয় বৈঠক থেকে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী l
পাশপাশি, ভোটের ফল বেরোনোর পর থেকে জেলা থেকে যে সমস্ত অশান্তির খবর আসতে শুরু করেছে, তা বন্ধ করতে শিগগির ব্যবস্থা নিতে হবে l অশান্তি বন্ধ করতে দলীয় বিধায়কদের বার্তাও দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী l
এদিকে, ভোটের ফল বেরোনোর পর থেকেই আলিমুদ্দিনের অন্দরমহলে অসন্তোষ শুরু হয়ে গিয়েছে l জোট করেই এবার ভরাডুবি হয়েছে বলেই মত দলের একাংশের নেতাদের l আর সেই কারণেই শনিবারের রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক বাতিল করা হয়েছে বলে খবর l কিনতু, ফল বেরোনোর পর থেকে জেলা জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে l তার জন্য জেলা নেতারা বৈঠকে হাজির হতে পারবেন না বলেই বৈঠক বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বসুরা l


EmoticonEmoticon