কলকাতায় খোদ ‘নারদ-কর্তা’। কী কী বললেন?

তাঁর নারদ-কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। চাপে শাসক দল। এই ভোটের বাজারে তিনি কলকাতায় এসে সাংবাদিক সম্মেলন করলেন।
তৃণমূল নেতারা ঘুষই নিয়েছিলেন, কোন অনুদান নয়। কলকাতায় এসে স্পষ্ট ভাষায় এমনটাই বলে গেলেন নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল। ‘অনুদান হলে তো রসিদ থাকবে, ওঁরা রসিদ দিলেন না কেন’— প্রশ্ন তুললেন ম্যাথু। 
আদালতে তৃণমূল কংগ্রেসের পক্ষে আগেই বলা হয়েছে, অভিযুক্ত নেতারা ঘুষ নয়, অনুদান নিয়েছেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি উড়িয়ে আজ সাংবাদিক সম্মেলনে ম্যাথু বললেন এই স্টিং অপরেশনের পিছনে তাঁর কোনও রাজনৈতিক উদ্দেশ্যই ছিল না। তিনি বলেছেন, ‘‘ওঁরা টাকা নিয়েছিলেন এটা বাস্তব। আমি কোনও বেনিফিটই পাইনি। তৃণমূল তদন্ত করুক, পারলে খুঁজে বার করুক এই স্টিং অপরেশনের পিছনে কে রয়েছে। আমি শুধু দোষীদের শাস্তি চাই।’’ 
ম্যাথু আরও দাবি করেন, তাঁর কোম্পানি আইনি পথেই তৈরি। ব্রিটেনে রেজিস্টার্ড। দুবাইতেও তাঁর অফিস রয়েছে। কিন্তু শুধু তৃণমূলের বাছাই করা কিছু নেতার কাছেই তিনি স্টিং করতে গেলেন কেন? জবাবে ম্যাথু বলেছেন, প্রাথমিকভাবে মির্জা আর ইকবালের কাছে গিয়েছিলেন। তাঁরা যাঁদের নাম করেছেন, তাঁদের কাছেই গিয়েছিলেন তিনি।


EmoticonEmoticon