কিছু না করেই কেকেআর-এ থেকে যান শাকিব। চ্যাম্পিয়ন করেও সরতে হয় মনোজ তিওয়ারিকে

শেষ ওভারে জেতার জন্য কেকেআর-এর দরকার ছিল ৯ রান। প্রথম দুটো বলে সিঙ্গল আসে। তৃতীয় বলে চার মারেন মনোজ। পরের বলেরও পরণিত হয় একই। দুটো চার মেরে কেকেআর-কে ট্রফি এনে দিয়েছিলেন বাংলার ছেলেই।

বাংলার ছেলে মনোজ তিওয়ারি। প্রতিভাবান ব্যাটসম্যান সন্দেহ নেই। অতীতে কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন তিনি। একবার তো তাঁর ব্যাটে ভর করেই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। হারিয়েছিল আবার চেন্নাই সুপার কিংগসকে। যে চেন্নাইকে হারানোর কথা কেউ ঘুণাক্ষরেও ভাবতেন না। ২০১২-র আইপিএলে চেন্নাইকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা শিবির। আর কলকাতার জয়ের কারিগর ছিলেন মনোজ তিওয়ারি। শেষ ওভারে জেতার জন্য কেকেআর-এর দরকার ছিল ৯ রান। প্রথম দুটো বলে সিঙ্গল আসে। তৃতীয় বলে চার মারেন মনোজ। পরের বলেরও পরণিত হয় একই। দুটো চার মেরে কেকেআর-কে ট্রফি এনে দিয়েছিলেন বাংলার ছেলেই। ক্রিজে তাঁর সঙ্গী ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। তিনি মনোজকে স্ট্রাইক দিয়েছিলেন। মনোজ নিজের কাজটা করে দিয়েছিলেন। পরের বার মনোজকে দলে রাখা হলেও ২০১৪-র মরসুমে মনোজ তিওয়ারিকে আর রাখেনি কলকাতা। সেবারও কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৪-য় মনোজ না-থাকলেও শাকিব ছিলেন দলে। শাকিব ভাল অলরাউন্ডার সন্দেহ নেই। কিন্তু একার হাতে তিনি কোনও ম্যাচ বের করতে পারেননি। একা জেতাতে পারেননি কলকাতাকে। খুব কঠিন পরিস্থিতি থেকে যদি ম্যাচ বের করে থাকেন, তাহলে তা মনোজই। এবং সেটা ২০১২-র ফাইনালে। অথচ বাংলার ক্যাপ্টেনকেই ছেঁটে ফেলেছিল কেকেআর ম্যানেজমেন্ট। শাকিবরা থেকে যান শাহরুখের দলে। বাদ পড়েন কলকাতার মনোজরাই।


EmoticonEmoticon